মোঃ সাবিউদ্দিন( ময়মনসিংহ): ভ্রমণ ও পর্যটনকে হাতের মুঠোয় নিয়ে এসেছে দিগন্ত ট্রাভেল অ্যান্ড ঠ্যুরিজম। অনলাইন ট্রাভেল এজেন্সি (দিগন্ত) দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
সারাদেশে সাথে তাল মিলিয়ে অনলাইন ট্রাভেল এজেন্সির গতি বাড়ছে, ‘দিগন্ত’ খুব অল্প দিনেই ট্রাভেলারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
রুপের রানী আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ছড়িয়ে আছে হাজারো সৌন্দর্য, যার কিছুটা আবিষ্কৃত, কিন্তু বেশিরভাগটাই লুক্কায়িত! প্রতিনিয়ত তাই এই সৌন্দর্যের পিছনে ছুটে চলেছি আমরা ট্র্যাভেলার এবং ট্যুরিস্টরা।
কখনো মেঘ ছুঁতে বান্দরবানের সুউচ্চ কোন পাহাড়ে বা রাঙ্গামাটির সাজেকে, কখনো গা এলিয়ে দিয়ে শুয়ে থাকতে কোন ঝিরি পথে। কখনো বৈঠা বাইতে সোয়াম্প ফরেস্ট রাতারগুল, কখনো পেয়ারা বাজার ঘুরে দেখতে স্বরুপকাঠি। বাঘ মামার সাথে দেখা করতে সুন্দরবনও যাই, আবার শীতের অতিথি পাখি দেখতে আর পূর্নিমা উপভোগ করতে যাই হাওড়ে।
কখনো দিগন্ত বিস্তৃত জলরাশি দেখতে যাই সেইন্ট মার্টিন, আবার কখনো শুধু মাত্র গোসল করবো বলে যাই কোন ঝর্নায়! মশালের আলোয় তাঁবু পেতে কোন ঝর্নার পাশে শুয়ে থেকে কাটিয়ে দেই পুরো একটি রাত, আবার সারা রাত জেগে থেকে অপেক্ষা করি পাহাড়ে ভোর দেখার প্রতীক্ষায়!
বাংলাদেশের মানুষ এখন অনেক ঘোরাঘুরি করছেন, দেশে-বিদেশে সর্বত্র। কিন্তু অনেকেই প্রোপার প্ল্যানিং এর অভাবে আসল মজা টা নিতে পারছেন না। তাই আমরা চেষ্টা করে যাচ্ছি, প্রকৃতিকে একটু ভিন্ন ভাবে উপভোগ করার সুযোগ সবাইকে করে দেবার।
আমরা ঘুরবো সবাইকে সাথে নিয়ে কিন্তু প্রকৃতিকে নষ্ট করে নয়। “Leave No Trace Behind” – এই তত্ত্বে বিশ্বাস করি আমরা। এই প্রকৃতিকে বাঁচতে দিলে, পরিবেশটাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের পরবর্তী প্রজন্মকেও দেখাতে পারবো।
প্রোপার ম্যানেজমেন্ট এর স্বার্থে, আমাদের প্রতিটি ট্যুরকে successful করতে আমরা committed & dedicated. যার ফলাফল বর্তমানে ১৫,০০০+ গ্রুপ মেম্বার এবং ১৬,০০০+ ফলোয়ার নিয়ে আবর্তিত হচ্ছে “দিগন্ত”!
আমরা কোন অলাভজনক গ্রুপ বা সংগঠন নই! আমাদের সব থেকে বড় লাভ হল আপনাদের সন্তষ্টি এবং মুখের হাসি। আমরা-আপনারা মিলেই ঘুরবো দিগন্ত থেকে কিন্তু সীমানা থাকবে দিগন্তের বাইরে!
সুস্থ ধারার ট্রাভেল অ্যান্ড টরিজম বিশ্বকে, হাতের মুঠোয় নিয়ে এসেছে অনলাইন ট্রাভেল এজেন্সি। সারা বিশ্বের মতো বাংলাদেশেও অনলাইন ট্রাভেল এজেন্সি জনপ্রিয় হয়ে উঠুক এটাই প্রত্যাশা।