1. admin@dailyfulbariasangbad.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের প্রাক নির্বাচনী পরীক্ষায় দ্বাদশ শ্রেণির মানবিক শাখার প্রশ্নপত্রে ভবানীপুর ও রামনগর এলাকার নাম উল্লেখ করে উদ্দীপক সাজানো হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে তৈরি হচ্ছে কমিটি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা ইমরুল কায়েসকে চেয়ারম্যান পদে বহালে ব্যবস্থা গ্রহণের নির্দেশ তুরস্কে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ আছিমে আই এফ আই সি ব্যাংকের আলোচনা সভা ময়মনসিংহে বানিজ্য মেলা বন্ধ ঘোষণা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর অনুমোদন দেশেই অর্কিডের বানিজ্যিক চাষ এইচএসসিতে এবার পাসের হারে সবার ওপরে সিলেট, তলানিতে ময়মনসিংহ

স্ব-রাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সহযোগিতায় দুইজন কারাবন্দীর আইনি সহায়তায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসক’র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৭৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার: অদ্য ১১/০৭/২০২৪ তারিখ আন্তর্জাতিক মানবধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল স্ব-রাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সহযোগিতায় দুইজন কারাবন্দীর আইনি সহায়তায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে গমন করেন এবং সাজাপ্রাপ্ত একজন এবং কয়েদি একজন বন্দির সরাসরি বক্তব্য গ্রহণ করেন।কারাগারে বন্দি দরিদ্র বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা গ্রহণের বিষয়ে সুভাষ কুমার ঘোষ সিনিয়র জেল সুপার এবং জেলার মোঃ নাশির আহমেদের সাথে আলোচনা হয়।

আসক বাংলাদেশের অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের আইনগত সহায়তা প্রদান করে আসছে। প্রতিবছর সরকার বিশেষ ক্ষমার আওতায় সারাদেশের কারাগারে আটক কয়েদিদের নামের তালিকা তৈরি করে তাদের মুক্তি দেওয়ার বিষয়টি বাস্তবায়ন করে থাকে।

সরকারের পাশিপাশি বেসরকারি সংস্থা আইনগত সহায়তা প্রদান করলে অনেক অসহায় কারবন্দিরা সাভাবিক জীবন ফিরে পেতে পারে। আইনগত এই সহায়তা কার্যক্রম সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে হবে। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পাওয়া ব্যক্তির পুনর্বাসনে বেসরকারি সংস্থাগুলোর কাজ করার সুযোগ রয়েছে। পুনর্বাসনের বিষয়ে বেসরকারি সংস্থাগুলির পক্ষ থেকে তহবিল গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বেসরকারি সংস্থাগুলোর এ বিষয় নিয়ে (সামাজিক পুনর্বাসন) যথেষ্ট কাজ করার সুযোগ আছে। আইনগত সহায়তা সম্পর্কে প্রচারণায় মানবাধিকার সংস্থা কাজ করতে পারে। আগামীতে বিভিন্ন এনজিও সহযোগিতায় সারা বাংলাদেশের কারাগারে বন্দি দরিদ্র বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে পারে সে বিষয়ে আসক কাজ করবে বলে জানানো হয়। উল্লেখ্য সাজাপ্রাপ্ত একজন এবং কয়েদি একজন বন্দির আইনগত সহায়তার প্রয়জনিয় ব্যাবস্থা গ্রহণের জন্য আসক এর পক্ষ থেকে কার্যক্রম গ্রহনের জন্য মামলার বিবরণী নেওয়া হয়।

উক্ত সময় আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ শাহাদাত হোসেন শাওন, প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তফা ফয়সাল, কো অর্ডিনেটর ইমতিয়াজ আহমেদ সহ অনন্যা সদস্য উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!