স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): বাংলাদেশ শিশু একাডেমি ও বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএস ময়মনসিংহের ফুলাবাড়িয়া, ত্রিশাল এবং নান্দাইল এই ৩ টি উপজেলায় কাজ করছে।
আইসিবিসি প্রকল্পের আওতায় ময়মনসিংহে বছরে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে সাঁতার শিখবে ৭৫০০ শিশু। এরই মধ্যে প্রায় ৫০০০ শিশু সাঁতার শিখেছে। একই সাথে শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে ০-৫ বছর শিশুদের শিশুর প্রারম্ভিক বিকাশ, সুরক্ষা ও খেলাধুলার দক্ষতা বৃদ্ধিতে কাজ চলমান রয়েছে।
প্রকল্পের সার্বিক উদ্দেশ্য:
১. দিনের সর্বোচ্চ ঝুঁকি পূর্ণ সময়ে (সকাল ৯টা থেকে দুপুর ২ টা) ১-৫ বছর বয়সি শিশুদের বিকাশ উপযোগী সেবা প্রদান করা।
২.৬-১০ বছর বয়সি শিশুদের নিরাপদ সাঁতার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমানো।
৩. সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের মাধ্যমে অভিভাবকদের শিশু লালন- পালন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করা।
এ প্রকল্পের মাধ্যমে কর্মজীবী মায়েদের শিশুদের দিবাকালীন সেবা প্রদানের মাধ্যমে মায়েদের স্ব- স্ব কর্মস্থলে নিশ্চিন্তে কাজ করার সুযোগ হচ্ছে। যার ফলে মায়েরা আর্থিকভাবে উপকৃত হয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে তরান্বিত করে জিডিপি প্রবৃদ্ধিতে বিশেষ ভুমিকা রাখছেন। এছাড়া মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পারিবারিক ও সামাজিক ভাবেও তাদের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ শিশু একাডেমির প্রতিনিধি ও বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস গতকাল ময়মনসিংহের ফুলাবাড়িয়া উপজেলায় শিশু যত্নকেন্দ্রের উপকরণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার , কাবেরী জালাল, ফুলাবাড়িয়া ও টিএমএসএস প্রকল্প কর্মীগণ।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন পিসি বেলাল হোসাইন, এপিএম আদিবা নাহরিন,এ পি সি তাজুল ইসলাম, ই সি সি ডি,পারভীন আক্তার , দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
ফুলাবাড়িয়া উপজেলায় ২০০ শিশু যত্নকেন্দ্রে এই উপকরণ বিতরণ করা হয়।