1. admin@dailyfulbariasangbad.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের প্রাক নির্বাচনী পরীক্ষায় দ্বাদশ শ্রেণির মানবিক শাখার প্রশ্নপত্রে ভবানীপুর ও রামনগর এলাকার নাম উল্লেখ করে উদ্দীপক সাজানো হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে তৈরি হচ্ছে কমিটি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা ইমরুল কায়েসকে চেয়ারম্যান পদে বহালে ব্যবস্থা গ্রহণের নির্দেশ তুরস্কে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ আছিমে আই এফ আই সি ব্যাংকের আলোচনা সভা ময়মনসিংহে বানিজ্য মেলা বন্ধ ঘোষণা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর অনুমোদন দেশেই অর্কিডের বানিজ্যিক চাষ এইচএসসিতে এবার পাসের হারে সবার ওপরে সিলেট, তলানিতে ময়মনসিংহ

সমাজভিত্তিক সমন্বিত শিশু-যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদানে (আইসিবিসি) প্রকল্প

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): বাংলাদেশ শিশু একাডেমি ও বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএস ময়মনসিংহের ফুলাবাড়িয়া, ত্রিশাল এবং নান্দাইল এই ৩ টি উপজেলায় কাজ করছে।

আইসিবিসি প্রকল্পের আওতায় ময়মনসিংহে বছরে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে সাঁতার শিখবে ৭৫০০ শিশু। এরই মধ্যে প্রায় ৫০০০ শিশু সাঁতার শিখেছে। একই সাথে শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে ০-৫ বছর শিশুদের শিশুর প্রারম্ভিক বিকাশ, সুরক্ষা ও খেলাধুলার দক্ষতা বৃদ্ধিতে কাজ চলমান রয়েছে।

প্রকল্পের সার্বিক উদ্দেশ্য:
১. দিনের সর্বোচ্চ ঝুঁকি পূর্ণ সময়ে (সকাল ৯টা থেকে দুপুর ২ টা) ১-৫ বছর বয়সি শিশুদের বিকাশ উপযোগী সেবা প্রদান করা।
২.৬-১০ বছর বয়সি শিশুদের নিরাপদ সাঁতার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমানো।
৩. সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের মাধ্যমে অভিভাবকদের শিশু লালন- পালন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করা।

এ প্রকল্পের মাধ্যমে কর্মজীবী মায়েদের শিশুদের দিবাকালীন সেবা প্রদানের মাধ্যমে মায়েদের স্ব- স্ব কর্মস্থলে নিশ্চিন্তে কাজ করার সুযোগ হচ্ছে। যার ফলে মায়েরা আর্থিকভাবে উপকৃত হয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে তরান্বিত করে জিডিপি প্রবৃদ্ধিতে বিশেষ ভুমিকা রাখছেন। এছাড়া মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পারিবারিক ও সামাজিক ভাবেও তাদের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ শিশু একাডেমির প্রতিনিধি ও বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস গতকাল ময়মনসিংহের ফুলাবাড়িয়া উপজেলায় শিশু যত্নকেন্দ্রের উপকরণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার , কাবেরী জালাল, ফুলাবাড়িয়া ও টিএমএসএস প্রকল্প কর্মীগণ।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন পিসি বেলাল হোসাইন, এপিএম আদিবা নাহরিন,এ পি সি তাজুল ইসলাম, ই সি সি ডি,পারভীন আক্তার , দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ফুলাবাড়িয়া উপজেলায় ২০০ শিশু যত্নকেন্দ্রে এই উপকরণ বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!