1. admin@dailyfulbariasangbad.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের প্রাক নির্বাচনী পরীক্ষায় দ্বাদশ শ্রেণির মানবিক শাখার প্রশ্নপত্রে ভবানীপুর ও রামনগর এলাকার নাম উল্লেখ করে উদ্দীপক সাজানো হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে তৈরি হচ্ছে কমিটি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা ইমরুল কায়েসকে চেয়ারম্যান পদে বহালে ব্যবস্থা গ্রহণের নির্দেশ তুরস্কে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ আছিমে আই এফ আই সি ব্যাংকের আলোচনা সভা ময়মনসিংহে বানিজ্য মেলা বন্ধ ঘোষণা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর অনুমোদন দেশেই অর্কিডের বানিজ্যিক চাষ এইচএসসিতে এবার পাসের হারে সবার ওপরে সিলেট, তলানিতে ময়মনসিংহ

ময়মনসিংহে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকুরি পেল ১২৮ জন

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৩২ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): মেধা ও যোগ্যতায় ময়মনসিংহে পুলিশ কনস্টেবল পদে চাকুরি পেলেন ১২৮ জন। ২৩ মার্চ রাতে চুড়ান্ত ফলাফল ঘোষণায় এই পরিবারগুলোর মাঝে আনন্দের জোয়ার বইতে দেখা গেছে। প্রার্থী ও তাদের পরিবারের মাঝে আনন্দের পাশাপাশি একে অপরকে জড়িয়ে প্রাপ্তির (খুশির) কান্না এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া প্রকাশ করতে দেখা গেছে।

পরিবর্তিত সময় ও অগ্রসরমান আধুনিক সমাজের চাহিদা পূরণ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সক্ষম সৎ, যোগ্য, সাহসী ও ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ দেশ গঠনে সেবার মহান ব্রত নিয়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের খুঁজে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দিতে গত ১৮ জানুয়ারী ২০২৪ তারিখ বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অন-লাইন আবেদন ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে ময়মনসিংহ জেলায় ৫৭৫৯ জন আগ্রহী প্রার্থী পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেতে চাকুরি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী টিআরসি পদে চাকুরি প্রার্থীদেরকে ৭টি শারীরিক যোগ্যতা ও সক্ষমতা যাচাই পরীক্ষা এবং ২টি লিখিত ও মনস্তাত্ত্বিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগ পেতে হয়। আগ্রহী প্রার্থীদের মধ্য হতে ১৪০৭ জন প্রার্থী শারীরিক সক্ষমতা ও যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষার ফলাফলে ৩৬১ জন প্রার্থী মৌখিক ও মনস্তাত্বিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।

২৩ মার্চ ২০২৪ তারিখ মৌখিক ও মনস্তাত্বিক পরীক্ষা শেষে ১০৯ জন পুরুষ প্রার্থী এবং ১৯ জন নারী প্রার্থী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে বাংলাদেশ পুলিশের নবীন সদস্য হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে (ক) পোষ্য কোটা পুরুষ-১১ জন, নারী-১ জন। (খ) মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ-২২ জন, নারী-৩ জন। (গ) ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী কোটায় পুরুষ-৩ জন, নারী-১ জন এবং (ঘ) সাধারণ কোটায় পুরুষ-৭৩ জন, নারী-১৪ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। ১২৮ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তদের মধ্যে ১৫ জন প্রার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পরীক্ষা-২০২৪, ময়মনসিংহ জেলায় ১ম স্থান অধিকার করে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন শিমুল হাসান রিফাত, পিতা-হারুন অর রশিদ, মাতা-কল্পনা বেগম, সাং-রাজগঞ্জ, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ। তিনি ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় ৩৮ নম্বর পেয়েছেন। তিনি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত। সামাজিক, পারিবারিক, আর্থিক ও নানা পারিপার্শ্বিক প্রতিকূলতার কাছে হার না মানা প্রার্থীরা প্রতিযোগিতার দীর্ঘ পথ অতিক্রম করে মেধা, যোগ্যতা ও সাহসিকতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশ সেবার সুযোগ পাওয়া পুলিশ পরিবারের ১২৮ জন নবীন সদস্যকে জেলা পুলিশ, ময়মনসিংহের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশের সদস্য হয়ে দেশ সেবার স্বপ্নে বিভোর তারুণ্যদীপ্ত চাকুরি প্রার্থীদের মধ্যে তুমুল প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে খুঁজে বের করতে বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা, নিরপেক্ষতা বজায় রাখতে দিকনির্দেশক হিসেবে কাজ করেছে। মাঠ পর্যায়ে নিয়োগ প্রক্রিয়ায় দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তাগণ পুলিশ সদর দপ্তরের প্রবর্তিত নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ পুলিশের নবীন সদস্যদের আনন্দ জোয়ারে অংশীদার হতে পেরে ময়মনসিংহ জেলা পুলিশ গর্বিত ও আনন্দিত।

পুলিশ সদর দপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়া সম্পন্নকরণের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট সকলকে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁঞা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!