মোঃ সাবিউদ্দিন(ময়মনসিংহ) : ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফারুক হোসেনের নির্দেশনায় এসআই (নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল, এসআই (নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন গলগন্ডা আমিন বাজার মাড়স্থ হাসেম ষ্টোর এর সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২১ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২১.১০ ঘটিকায় ২০ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী ১। মোঃ নাদিম (২২), পিতা-মৃত আঃ কাদের জিলানী, মাতা-মোছাঃ নাজমা আক্তার, সাং-তিনকোনা পুকুর পাড়, ২। দিদারুল আলম অনিক (২৭), পিতা-মোঃ ছিদ্দিকুর রহমান, মাতা-মৃত জোছনা বেগম, সাং-গোহাইল কান্দি জামতলা মোড়, ৩। মোঃ ইফাত আলভী হৃদয় (২০), পিতা-মোঃ খোরশেদ আলী, মাতা-মোছাঃ হানিফা খাতুন, সাং-গলগন্ডা আমিন বাজার, ৪। মোঃ সাবিদ আল নুর সিহাব (২৪), পিতা-মোঃ লোকমান হোসেন লুব্ধ, মাতা-মোছাঃ বেবী বেগম, সাং-পূর্ব গোহাইলকান্দি, ৫। মোঃ ফজলে রাব্বি (২৬), পিতা-মোঃ কাজল হোসেন, মাতা-মোছাঃ নাছিমা আক্তার, সাং-গলগন্ডা মীর বাড়ী, ৬। মোঃ ফরিদুল জামাল ফরিদ (২২), পিতা-মোঃ রুস্তম আলী, মাতা-মোছাঃ ফিরোজা বেগম, সাং-পূব গোহাইল কান্দি (দরগা বাড়ী জামে মসিজদ), ৭। মোঃ নাছিম মিয়া (২৩), পিতা-মোঃ বাবুল মিয়া, মাতা-মৃত নাছিমা খাতুন, সাং-গলগন্ডা স্কুল রোড, সর্ব থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত গ্রেফতারকৃত আসামী ২। দিদারুল আলম অনিক (২৭) এর বিরুদ্ধে ৪টি মামলা এবং আসামী মোঃ ইফাত আলভী হৃদয় (২০) এর বিরুদ্ধে ১টি মামলা মামলা আছে। উদ্ধারকৃত ২০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৭ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।