স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): দেশের চলমান পরিস্থিতিতে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” কেন্দ্রীয় সমন্বয়কদের পক্ষ থেকে সারাদেশে স্ব-উদ্যোগে “সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি” গঠনের জন্য ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সকল অংশগ্রহনকারী ও আপামর জনতার প্রতি আহ্বান জানানো হয়েছে। সেই প্রেক্ষিতে ১২নং আছিম পাটুলী ইউনিয়নের “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” এর সমন্বয়ক টিম গঠন করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ১২নং আছিম পাটুলী ইউনিয়ন শাখার সমন্বয়কদের পক্ষ থেকে আজ দুপুরে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব কাবেরী জালাল মহোদয় এবং সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।
এসময়, ১২নং আছিম পাটুলী ইউনিয়নের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার প্রয়োজনে সাধারণ ছাত্র-জনতা সবসময় প্রস্তুত আছে বলে জানানো হয়।
সমন্বয়ক: এবিএম জাকির হাসান কাউসার (ঢাকা বিশ্ববিদ্যালয়, 01649-121062), মনিরুজ্জামান তুষার (ঢাকা বিশ্ববিদ্যালয়, 01770-022347), মোঃ দেলোয়ার হোসেন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 01308-600825), মোঃ ইমরুল কায়েছ তুষার (ঢাকা বিশ্ববিদ্যালয়, 01608-779764), মোঃ আরাফাত রহমান (রাজশাহী বিশ্ববিদ্যালয়, 01600-210202), মোঃ সাকিব হাসান (আনন্দমোহন কলেজ, 01309-854873), ইমাম মেহেদী হাসান (জাতীয় বিশ্ববিদ্যালয়, 01625-647669), আশিকুল ইসলাম ইশাত (নেত্রকোনা সরকারি কলেজ, 01624-405754)।
সহ- সমন্বয়ক: তোফায়েল আহমেদ আপন (মানিকগঞ্জ মেডিকেল কলেজ), আল-আমিন শাহপরান দৌলত (রাজশাহী বিশ্ববিদ্যালয়), মামুন-অর-রশিদ (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়), মোঃ জাহিদ হাসান (সরকারি তিতুমীর কলেজ), মেহেদী হাসান পলক (জাতীয় বিশ্ববিদ্যালয়), আবু সাঈদ তন্ময় (নেত্রকোনা সরকারি কলেজ), রকিবুল ইসলাম রাকিব (জাতীয় বিশ্ববিদ্যালয়), ফারহান আল নোমান (শাহাবুদ্দীন ডিগ্রী কলেজ), সম্পদ তালুকদার (শাহাবুদ্দীন ডিগ্রী কলেজ), মোঃ তানভীর (শাহাবুদ্দীন ডিগ্রী কলেজ)।
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার, কাবেরী জালাল মহোদয় এর সাথে মতবিনিময়ের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ১২নং আছিম পাটুলী ইউনিয়ন শাখার সমন্বয়কদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা লিখিত আকারে পেশ করা হয়।
প্রত্যাশা সমূহ:
১। আগামী ১ সপ্তাহের মধ্যে শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের ঝাঁকঝমক পূর্ণ বিদায় সংবর্ধনার আয়োজন করতে হবে।
২। আছিম কেন্দ্রীয় শহীদ মিনারের দখলমুক্ত করে শহীদ মিনার পুনঃস্থাপন করতে হবে।
৩। ১২নং আছিম পাটুলী ইউনিয়নের সকল স্কুল-কলেজের পরিচালনা কমিটি অরাজনৈতিক এবং কমপক্ষে মাস্টার্স পাস শিক্ষিত মানুষদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে।
৪। আছিম থেকে ময়মনসিংহ পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিস পুনরায় চালু করতে হবে।
৫। দ্রুততম সময়ের মাঝে শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের জন্য মসজিদ এবং মেয়েদের কমনরুম নির্মাণ
করতে হবে।
৬। শাহাবুদ্দীন ডিগ্রী কলেজসহ আছিম পাটুলী ইউনিয়নের সকল স্কুল-কলেজের গ্রন্থাগারগুলো আলাদা ভবনে স্থাপন করতে হবে। একইসাথে গ্রন্থাগারগুলোকে শিক্ষক মিলনায়তন বা অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না।
৭। শাহাবুদ্দীন ডিগ্রী কলেজসহ আছিম পাটুলী ইউনিয়নের সকল স্কুল-কলেজের ক্রীড়া এবং সাংস্কৃতিক কার্যক্রম
জোরদার করতে হবে।
৮। আছিম বাজার সহ পুরো ইউনিয়নের সকল সরকারি জায়গা রাজনৈতিক দুর্বৃত্তদের হাত থেকে দখলমুক্ত করতে হবে।
৯। শিশু-কিশোরদের মাদক এবং অনৈতিক কার্যক্রম থেকে দূরে
রাখার জন্য কঠোরভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
১০। সর্বোপরি ১২নং আছিম পাটুলী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষকদের সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। রাজনীতি করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে গিয়ে রাজনীতি করবে।