আমাদের ফুলবাড়ীয়া
মরহুম আবদুছ ছালাম মাস্টা (১৩/০৮/২০১২ ইং )
ভবানীপুরের পেয়াঁজ ভাল
ভাওয়াল বিলের মাছ ,
শুশুতির ধান ভাল
সবাই করে চাষ ।
বাবুগঞ্জের রসুন ভাল
পলাশতলীর লাউ ,
বড়বিলার মাছ ভাল
সবাই বসে খাও ।
বিদ্যানন্দের চিনি ভাল
বালিয়ানের চাষী ,
কালাদহের কাঠাঁল ভাল
ইছাইলের খাসী ।
রামনগরের হলুূদ ভাল
সোয়াইতপুরের গাছ ,
পাটুলীর পানের বর
সবাই করে চাষ ।
ভাজাইল নদীর জল ভাল
কালি বাজাইল গ্রাম ,
জোরবাড়ীয়ার দুধ ভাল
আছে যে সুনাম ।
কুকবাইলের সরিষা ভাল
তেলিগ্রামের তেল ,
রাঙ্গামাটির সাদা পাকা
আছে শত বেল ।
বেরী বাড়ীর পাতিল ভাল
ধামরের আদা ,
কুশমাইলের গজারী কাঠ
লাগায় ঘরে দাদা ।
দেব গ্রামের লাঙ্গল ভাল
হোরবাড়ীর ঈশ ,
লক্ষীপুরের লক্ষী মেয়ে
নাইকো কারও দিস ।
কৈয়ারচালার কইন্যা ভাল
কান্দানিয়ার নানী ,
অরিপুরের ছেলে ভাল
আমরা সবাই জানি !!